ঢাকাSaturday , 3 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেধার লড়াইয়ে মুখরিত ১৫তম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ ।

দেশ চ্যানেল
January 3, 2026 3:51 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার নওগাঁ।

“বিজ্ঞানই শক্তি, বিজ্ঞানই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ ও জয়পুরহাট জেলার সমন্বয়ে নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৫তম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬। আজ শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডঃ মোঃ খালেদ হোসাইন,প্রতিনিধি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি(প্রাণ রসায়ন অনুপান বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ) তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানের চর্চা এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের অনুপ্রাণিত করেন প্রফেসর ডঃ মোঃ কুদরত-ই-জাহান,উপচার্য বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা নির্বাহী অফিসার পত্নীতলা, নওগাঁ যিনি বিজ্ঞানের প্রসার ও শিক্ষার্থীদের এই ধরনের প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন অনুষ্ঠানের আহ্বায়ক জনাব মোঃ আখতারুল ইসলাম,সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ নজিপুর সরকারি কলেজ। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ বাদশা হোসেন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজিপুর সরকারি কলেজ। সভাপতির বক্তব্যে তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং বিজ্ঞানের এই জয়যাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এই মেধা যাচাই লড়াইয়ে অংশ নেয়।

অলিম্পিয়াডে লিখিত পরীক্ষা, এবং সমসাময়িক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়।

বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলা প্রমাণ করে যে, দেশের তরুণ সমাজ বিজ্ঞান মনস্ক জাতি গঠনে একধাপ এগিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST