মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যায়ে ও সংগঠনকে গতিশীল করার লক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১অক্টোবর) বিকাল ৪ টায় ইসহাক চৌধুরী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে ।
সদস্য সংগ্রহ ও কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি আঃ জব্বার কানন।এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সংসদ সদস্য কার্যক্রম গতিশীল করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সদস্য ও চরএককরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন আকন,মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সদস্য মোঃ মাসুদ আলম।আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান, মেহেন্দিগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সোহেলসহ চরএককরিয়া ইউনিয়ন ৪,৫,৬নংওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চরএককরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪,৫,৬ নং ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে সংসদ সংগ্রহ খাতা তুলে দেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি আঃ জব্বার কানন।