মোঃ মশিউর রহমান সুমন মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নে গরুর খামারে দুর্বৃত্তের দেওয়া আগুনে ৪টি গরু পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল (২১ ফেব্রুয়ারী) মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আঃ মালেক দুর্গম চরে একটি গরুর খামার করেন। প্রতিদিনের ন্যায় খামারে গরুগুলো বেধে রাখেন। তারপর খামারের মালিক আঃ মালেক এশার নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে দেখতে পান তার গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা। পরবর্তীতে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে খামারে থাকা ৪টি গরু পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খামারের মালিক আঃ মালেক জানান, তিনি অনেক কষ্ট পরিশ্রম করে ৭টি গরু দিয়ে খামারটি শুরু করেন। ৭টি গরুর মধ্যে ৪ টি গরু পুড়ে ছাই হয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, য়ারা এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচারের দাবী জানান তিনি।
এদিকে মেহেন্দিগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, আমরা বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।