মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর গ্রামের ৩নংওয়ার্ডের বাসিন্দা গৃহকর্তী কুলসুমকে(৫৫) ছুরিকাঘাত করা ঘাতককে আটক করা হয়েছে।
গতকাল (২ এপ্রিল) মঙ্গলবার দুপরে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মেহেন্দিগঞ্জ পৌরসভা থেকে আটক করে।জানা যায়, গ্রেফতারকৃত চোর হলেন অম্বিকাপুর ওয়ার্ডের বাদল পালোয়ান এর ছেলে মোঃ আলী পালোয়ান। তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন আহতের পরিবার। তাকে চিহ্নিত করেন আহতের মেয়ে। ঘটনার দিন ওই মেয়ে তার মায়ের উপর হামলা করে পালিয়ে যেতে দেখেছেন বলে জানান।