মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টির কারনে নদ-নদীতে পানি বেড়েছে। খেটে খাওয়া মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না।জোয়ারের সময় নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যদিও ভাটির সময় পানি নেমে যাচ্ছে।
এদিকে দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে সমুদ্রে ৩ নম্বর এবং নদী বন্দরে জারি করা হয়েছে ১ নম্বর সর্তক সংকেত। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারনে আগামী ১/২ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস।
অব্যাহত বৃষ্টির কারনে মেহেন্দিগঞ্জ উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেনা মানুষ। যারা ঘরের বাহিরে বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে।যানবাহন সল্পতার কারনে কাকভেজা হয়ে অনেক মানুষকে রাস্তায় হাটতে দেখা গেছে। এই সুযোগে পোয়াবারো হয়েছে রিক্সাচালকদের। বিপদগ্রস্ত মানুষকে ঠেকিয়ে দ্বিগুন ভাড়া আদায় করছেন তারা
এদিকে লঘুচাপের কারনে সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং অভ্যন্তরীণ নদী বন্দরে জারি করা হয়েছে ১ নম্বর সর্তকতা সংকেত। সকাল ৭ টায় মেহেন্দিগঞ্জের কালাবদর নদীর পানি বিপৎসীমার (২.৫৫সেন্টিমিটার) ০.০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বিপৎসীমা অতিক্রম না করলেও পানি বেড়েছে সকল নদ-নদীতে। প্রতি ২৪ ঘন্টায় ২ বার জোয়ারের সময় ডুবছে নিম্নাঞ্চল। তবে ভাটির সময় পানি নেমে যাচ্ছে ।