মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
গতকাল (১০ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ১৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বেল্লাল মোল্লা এর সভাপতিত্বে ১৩নং গোবিন্দপুর ইউনিয়নের আশ্রয়ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মো ইয়াছিনুল হক, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, ইউনিয়নের মাছ ব্যবসায়ীগণ ও মৎস্যজীবী সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় লোকজন তাদের বক্তব্যের মাধ্যমে জানায় যে-অত্র ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য বিদ্যমান। স্থানীয় রাজনৈতিক পালা বদলের কারণে প্রভাবশালী পক্ষ অপর পক্ষকে কোনঠাসা করার চেষ্টা করছে। উক্ত সভায় অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক তার বক্তব্যে বলেন- গোবিন্দপুর ইউনিয়নের কোথাও কোন মারামারি ও আইনশৃঙ্খলা অবনতি ঘটানো যাবেনা। বাংলাদেশ পুলিশের মাননীয় ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয় ও পুলিশ সুপার মহোদয় এর নির্দেশ- কোথাও কোন এলাকায় কোন মাছঘাট দখল বা বন্ধ করা যাবেনা। কোন জেলে বা পাইকারি মাছ ব্যবসায়ীকে হুমকি ধামকি বা ভয়ভীতি প্রদর্শন করা যাবেনা। সকল ব্যবসায়ীরা যাতে নিজের মতো করে যার যার ব্যবসা করতে পারে সেই চেষ্টা ও উদ্দ্যোগ মেহেন্দিগঞ্জ থানা পুলিশ করে যাচ্ছে। অত্র ইউনিয়নের কোথাও কোন আইনশৃঙ্খলার অবনতি ঘটলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আফিসার ইনচার্জ আরো বলেন যে-আপনারা এলাকার আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ আচরণ ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা বাণিজ্য করার জন্য আহবান জানান। তাছাড়া অত্র ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণ যাতে সুষ্ঠু ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে তার লক্ষ্যে থানা পুলিশের বিশেষ পুলিশি টহল গোবিন্দপুর ইউনিয়ন এলাকায় আগামীকাল থেকেই চালু করা হবে। পুলিশের পক্ষ থেকে সর্বস্থরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।