মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ,(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন অব্যাহত নদীভাঙ্গনের ফলে বিলীনের পথে বিভিন্ন সরকারী স্থাপনা।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাটি একটি নদীমাতৃক উপজেলা। প্রতিবছর এই উপজেলার প্রায় সব নদীগুলোই ভাঙ্গনের শিকার হচ্ছে।এই অব্যাহত ভাঙ্গনের ফলে ক্রমেই ছোট হয়ে আসছে মেহেন্দিগঞ্জ উপজেলার মানচিত্র।
এদিকে শ্রীপুর ইউনিয়নে চলতি বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানির তোরে কালাবদর ও তেতুলিয়া নদীর তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, বসত বাড়ি, স্কুল -কলেজসহ বিভিন্ন সরকারী স্থাপনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীপুর ইউনিয়নের মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি আজ নদীগর্ভে বিলীন হওয়ার পথে।কিছুদিন পূর্বে স্থানীয় এলাকাবাসী নদী ভাঙ্গন রোধে মানববন্ধন করায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক সামীম এমপি, ও বরিশাল -৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ শ্রীপুর নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ সপ্তাহের মধ্যে জিওব্যাগ ও ব্লক ফালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘদিন হয়ে গেলেও এখনও তা বাস্তবায়ন হয়নি।
এদিকে এলাকাবাসীর দাবী, নদীভাঙ্গন প্রতিরোধে সংশ্লিষ্ট কতৃপক্ষ এখনই কোন কার্যকরী পদক্ষেপ না নিলে অচিরেই হারিয়ে যেতে পারে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারী স্থাপনা।
নদী ভাঙ্গন রোধে অচিরেই একটি কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ সু- দৃষ্টি কামনা করছেন শ্রীপুরের নদীভাঙ্গন কবলিত এলাকাবাসী।