মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা- খুলনা মহাসড়কের দের বোয়ালিয়া মিলু মিয়া মোড় নামক স্থানে আজ ২০(জানুয়ারী)২৪ তারিখে ৩:৪০ মিনিটে বাগেরহাট ডিবি পুলিশ কর্তৃক ফেনী থেকে ছেড়ে আসা কমপোর্ট পরিবহন এ অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ ঘোষিত মাদক দ্রব্য উদ্ধার করা হয় ।
বাগেরহাট ডিবির ওসি স্বপন কুমার বলেন পূর্ব থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী ২০ কেজি গাঁজা ব্যাগের ভিতর সুন্দর করে পেচিয়ে গাড়ির বক্সে রাখা ছিল । এ অভিযানে নিষিদ্ধ মাদক গাঁজাসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বাগেরহাট ডিবি পুলিশ।
উক্ত আসামীরা হলো, বাগেরহাট জেলার, রামপাল থানার সিঙ্গার বুনিয়া গ্রামের হালিম সরকারের ছেলে নোমান সরকার (২৩), অন্য আসামি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার সাইচা দালাল বাজারের ফরিদ ভূঁইয়ার ছেলে রাকিব হোসেন (২০)। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।