ঢাকাMonday , 7 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ইন্টার্ন চিকিৎসক আটক।

Link Copied!

যশোর শার্শা প্রতিনিধি:ইব্রাহিম খলিল

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার বাসিন্দা মজিবর রহমানের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, অভিযুক্ত যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তিনি শহরের পুরাতন কসবা এলাকার এক রোগী সানজিদা (৩৬)-এর কাছে বিভিন্ন পরীক্ষার কথা বলে ৫০০ টাকা হাতিয়ে নেন। বিষয়টি রোগীর স্বজনদের কাছে সন্দেহজনক মনে হলে তারা সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে বিষয়টি অবহিত করেন।

পুলিশ সদস্য সোহেল রানা তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে জাকির স্বীকার করেন যে তিনি কোনো চিকিৎসক নন। পরে তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ডা. হুসাইন সাফায়াত আরও জানান, জিজ্ঞাসাবাদের পর পুলিশ সদস্য সোহেল রানা অভিযুক্তকে হাসপাতালে তত্ত্বাবধায়কের কাছে নিয়ে আসেন এবং পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST