ঢাকাFriday , 15 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়: খুলনায় বিএনপি নেতা আটক।

দেশ চ্যানেল
August 15, 2025 5:59 am
Link Copied!

যশোর প্রতিনিধি:ইব্রাহিম খলিল

যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে বালুতে পুঁতে চাঁদাবাজির ভয় দেখিয়ে ৪ কোটি টাকা আদায়ের মামলায় পদস্থগিত হওয়া বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যৌথ বাহিনী।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে খুলনার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনী নওয়াপাড়ার কণা পার্কে জনির মালিকানাধীন স্থাপনায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

মামলার অভিযোগ অনুযায়ী, নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে গত জুলাই মাসে অস্ত্রের মুখে অপহরণ করে একটি স্থানে নিয়ে যায় আসামিরা। প্রথমে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দুই কোটি টাকা আদায় করা হয়। পরবর্তীতে বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরও দুই কোটি টাকা দিতে বাধ্য করা হয়।

ভুক্তভোগীর স্ত্রী মোছা. আসমা খাতুন ৩০ ও ৩১ জুলাই থানায় এবং পরে সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্তে নেমে বিএনপি নেতা আসাদুজ্জামান জনিসহ মোট ছয়জনকে আসামি করে মামলা দায়ের করে।

অভিযুক্তদের তালিকা মামলায় আসামি করা হয়েছে—পদস্থগিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সৈকত হোসেন হিরা, সম্রাট হোসেনসহ আরও দুইজনকে। ঘটনার পর প্রেসক্লাব কর্তৃপক্ষ মফিজুর রহমানকে বহিষ্কার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, আসামিরা পেশাদার চাঁদাবাজ চক্রের সদস্য। গ্রেপ্তার আসাদুজ্জামান জনির বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST