জেলা প্রতিনিধি ( নড়াইল)
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের মুচিরপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
নড়াইল জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট গাউছুল আজম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল জজ কোটের পিপি অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল ইসলাম এমদাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মোঃ জাহাঙ্গীর হোসেন ইকবাল নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বিপ্লব বিশ্বাস বিলো, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাঈম ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বিএনপি জামাাতের অবৈধ হরতাল অবরোধ কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।