ঢাকাSaturday , 13 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রহস্য উন্মোচিত বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তার ১-

দেশ চ্যানেল
September 13, 2025 1:02 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক আবু বক্কর হত্যাকান্ডের চারদিনের মাথায় রহস্য উন্মোচিত হয়েছে। এই ঘটনায় সুমন সরকার (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বাগড়া কলোনি এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে। গত শুক্রবার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সুমন ও তার দুই সহযোগী মিলে মাদক কেনার টাকার জন্য ছিনতাইয়ের পরিকল্পনা করেন। এরই একপর্যায়ে তাদের বন্ধু অটো চালক আবু বক্করের ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নেন। গত ১লা সেপ্টেম্বর সকালে শহরের ধুনটমোড় থেকে অটোরিকশা যোগে শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। পরে উপজেলার মির্জাপুর বাজার থেকে চার বোতল বাংলা মদ কিনেন। এরমথ্যে এক বোতলের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হয়। এরপর বথুয়াবাড়ি ব্রিজের পাশের বালুচরে বসে সবাই একসাথে বাংলা মদ পান করেন। ঘুমের ওষুধ মেশানো মদ আবু বক্করকে পান করায় তারা। এতে আবু বক্কর অচেতন হয়ে পড়লে ওই দিন রাত ১০টার দিকে সুমনসহ তিনজন মিলে বাগড়া এলাকায় পুকুর পাড়ে এনে তাকে গলাটিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে ঘটনার দিন ভোররাতে অটোরিকশা চালিয়ে চান্দাইকোনার দিকে যাওয়ার সময় ঘোগা বটতলা পৌঁছালে অটোরিকশা চার্জ শেষ হয়ে যায়। এরপর অটো রিক্সাটি ফেলে রেখে ব্যাটারি ও চাকা খুলে নেয়। পরে চাকা বিক্রি করতে পারলেও নতুন ব্যাটারি বিক্রি করতে পারেননি। পাশ্ববর্তী উপজেলায় ধুনটে চাকা বিক্রি করতে গেলে দোকানদার কাগজপত্র দেখতে চান। এসময় কাগজপত্র নিয়ে আসার কথা বলে ব্যাটারি ফেলে তারা পালিয়ে যান। তবে গত ৯ সেপ্টেম্বর বাগড়া পুকুর থেকে লাশ উদ্ধারের পর শেরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন ও এসআই বিকাশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করেন এবং সুমনকে গ্রেফতার করতে সক্ষম হন। এছাড়া এই মামলায় অন্য দুইজনকে ধরতে ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, হত্যা মামলার আসামি সুমনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST