মুন্না ইসলাম আগুন (রাজশাহী):
সারা দেশে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে । রাজশাহীতে গত কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই । থেমে থেমে হচ্ছে বৃষ্টি ।
বৃষ্টির কারণে নির্ণয়ের মানুষেরা বিপদে পড়েছেন। অন্য দিকে ধান চাষিরা ফসল কাটতে পারছে না । কিছু কৃষক ধান কাটলেও পড়েছে বিপদে । লক্ষ্য টাকা ধান জমি তে নষ্ট হচ্ছে ।
সরজমিনে গিয়ে দেশ চ্যানেল টিম দেখতে পায় জমিতে বৃষ্টির পানি জমে থাকায় ধান থেকে গাছ বের হয়ে গেছে ।
আজ শুক্রবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন আমার দুই বিঘা জমিতে ধান চাষ করেছি । ধান জমিতে কেটে শুকানোর জন্য রেখে আসি । কিন্তু হঠাৎ রাত থেকে বৃষ্টি হওয়ায় দুই দিন জমিতে যেতে পারিনি । পরে বৃষ্টি কমলে গিয়ে দেখি সব ধান থেকে গাছ বের হয়েছে । এখন আমার সব ফসল নষ্ট হয়ে গেল । আমার অনেক টাকা লস ।
মুঠোফোনে কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আবহওয়া জনিত কারণে ফসল নষ্ট হতে পারে । বৃষ্টি হলেও গরম কমেনি । তাই বৃষ্টির পানি ও গরমের কারণে ধান থেকে গাছ বের হয়েছে ।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায় আষাঢ় মাস হওয়ায় বৃষ্টি আরো কিছু দিন হতে পারে । যত দূত সম্ভব ফসল কেটে ঘরে তুলতে হবে।