সুমন আহমেদ বিজয়ঃ
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে জিহাদ কামাল খোকন নির্বাচিত হয়েছেন।
গত ৩০ অক্টোবর সোমবার সকাল ১০ ঘটিকা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সদস্য পদে ৭ শত ৪৩ জন ভোটারের মধ্যে ৫ শত ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ৩৫৫ ভোট পেয়ে জিহাদ কামাল খোকন ১ম স্থান অর্জন করে নির্বাচিত হন।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক সুমন আহমেদ বিজয়,করাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, করাব ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা মেম্বার,লাখাই উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন,
লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুনায়েদ আহমেদ জুমাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জিহাদ কামাল খোকন বলেন আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমি সম্মানিত ভোটারদের কাছে চিরকৃতজ্ঞ। সম্মানিত ভোটারদের দেওয়া আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সম্মানিত ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।