যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) ঃ-
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।
এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস পালনের মূল প্রতিপাদ্য বিষয় হলো :-
“নারীর সমঅধিকার সমসুযোগ
এগিয়ে নিতে হোক বিনিয়োগ “
আজ ৮ মার্চ শুক্রবার সকাল ১০:০০ঘটিকায় রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, র সভাপতিত্বে এবং রামগড় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,র সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর সভার মেয়র জনাব মোঃরফিকুল আলম কামাল।আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার ফারুক ও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম। উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা দিলীপ কুমার দাস,উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী চৌধুরী, উপজেলার সমাজ সেবা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান আনজুম, রামগড় থানার পুলিশ( ইনচার্জ) মোহাম্মদ মহসিন , রামগড় উপজেলা শাখার মানবাধিকার কমিশনের সভাপতি তারেক সুমন, বিভিন্ন দপ্তরের বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রামগড় উপজেলার সাংবাদিক সহ বিভিন্ন এলাকার থেকে আসা নারী নেত্রীবৃন্দ ও প্রমূখ।এই দিবস পালনে উপজেলা প্রশাসনের কার্যালয় সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌর সভার গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে আবার উপজেলার হলরুম মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে, — আজ নারীও পিছিয়ে নেই। বাংলাদেশের উন্নয়নের ধারা বজায় রাখতে পুরুষের পাশাপাশি নারীরা ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই এখন পুরুষরাও নয় নারীরা এখন বিভিন্ন ধরনের কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করে জীবন যাত্রার মান বাড়াচ্ছে। তারা অর্থ উপার্জনের জন্য পুরুষের পাশাপাশি নারীরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করচ্ছে।এই দিবস পালনে আজ নারী শিক্ষা প্রসারিত হয়েছে। যৌতুক প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী উদ্যোক্তা, শিশু নির্যাতন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম দমনের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নারীরাই।বক্তারা আরো উল্লেখ করেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সোনার বাংলা গড়ার/ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরুষের পাশাপাশি নারীরা ও আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।