যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি ) :-
খাগড়াছড়ি জেলা রামগড় থানার অফিস ইনচার্জ( ওসি) দেব প্রিয় দাস,র সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযানে পরিচালনা করে মাদক ব্যবসায়ি মো :- ইয়াছিনকে গ্রেফতার করেছে রামগড় থানার পুলিশ।
গতকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৩০মিনিটে
রামগড় থানার ইনচার্জ( তদন্ত) মো: ফখরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে
দীর্ঘ ২১বছর পূর্বের মামলা ০১টি পরোয়ানা,০২টি জিআর সাজা প্রাপ্ত ও ০৩ জি আর পরোয়ানাসহ মোট ০৬টি পরোয়ানাভূক্ত সাজা প্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ি
মো:-ইয়াছিনকে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার করেন।আসামি মো :-আবু তাহের,র ছেলে। তিনি রামগড় থানার,রামগড় পৌরসভার,দরোগা পাড়া (মহামনি)এলাকার বাসিন্দা।
সূত্রে জানা যায় – তথ্য প্রযুক্তি মাধ্যমে কৌশলগত পরিকল্পনা প্রয়োগ করে বিশেষ অভিযান পরিচালনায় মানিকছড়ি এলাকা থেকে তাহার বড় মেয়ের শ্বশুর বাড়ি হইতে গ্রেফতার করা হয়।
তাই আসামি মো:ইয়াছিনকে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০সংশোধনী আওতায় রুজু করে আসামিকে আইনের যথার্থ নিয়মে ও বিধি মোতাবেক পুলিশ ফোর্সের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
রামগড় থানার অফিস ইনচার্জ(ওসি) দেব প্রিয় দাস বলেন উপজেলার বিভিন্ন ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ ও নির্মূল করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অপরাধ দমনে সর্বত্র প্রস্তুত রয়েছে। তাই জনগণকেঐক্যবদ্ধ হয়ে অপরাধ দমনের প্রতিনিয়ত পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।