হারুন শেখ রামপাল প্রতিনিধি।
বাগেরহাট জেলা,রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে নারী ও শিশু মামলার ৬২/২৩ ওয়ারেন্টভূক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে। আটক রাকিব মোল্লা (২৭) পিতা জমির মোল্লা সাং ঝালবাড়ি, লালমিয়া শেখ( ৩৪) পিতা জালাল শেখ সাং মাদারদিয়া,নাহিদ আকুন্জি পিতা তৈবূর আকুন্জি সাং গৌরম্ভা গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানা পু্লিশ বুধবার (২৫ অক্টোবর ) রাত ১২টায় অভিযান চালিয়ে রামপালের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। বুধবার (২৬ অক্টোবর ) তাদেরকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।#