হারুন শেখ।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |
রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ্যাডভোকেট মহিউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক নেতা শেখ আফজাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ বাগচি, সংগঠনে সহ সভাপতি মো. বজলুর রহমান, শেখ শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এম, এ সবুর রানা, মিলন মন্ডল, রামপাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, সুজন মজুমদার, কৃষ্ণা রাণী দে, মোস্তফা কামাল পলাশ, শাহজালাল গাজী, মো. মহিদুল ইসলাম, লায়লা সুলতানা, মুরশিদা পারভীন, ফারিয়া ইসলাম ঋতু প্রমুখ। রামপাল মানবাধিকার কমিশন ও অপরাজিতা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।