ঢাকাWednesday , 12 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদের গ্রেফতারের দাবীতে এলাকা বাসীর বিক্ষোভ।

দেশ চ্যানেল
March 12, 2025 11:34 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা

বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাঈদকে গ্রেফতারের দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল দশটায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই মিছিল করেছে স্থানীয় জনতা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন, শেখ আল মামুন, ময়েন চৌধুরী, মনি শিকদার, দুলাল, শেখ কায়জার, জুরাইস, শেখ রঞ্জু, শরিয়তউল্লাহ, শেখ দাউদ, আর্শাব আলী, মকলেছ চৌধুরী, শেখ আবু হাসান প্রমুখ। এ সময় শতাধিক স্থানীয় জনতা উপস্থিত হন।

তারা চাঁদাবাজ ভূমিদস্যু ও সন্ত্রাসী আবু সাঈদকে এখনো পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বাগেরহাট জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য আবু সাঈদের বাহিনী এমন কোন অপকর্ম নেই যা তারা করে নাই। সে বাঁশতলী ইউপি চেয়ারম্যান এবং রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক নিপীড়ন চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জমির বাৎসরিক হারির টাকা পরিশোধ না করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে মৎস্য ঘের করেছে। এলাকায় বিএনপি জামায়াতের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে হুমকি ধামকি, মারধর, জমি দখল করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও দাবি করেন তারা। সন্ত্রাসী আবু সাঈদের বাড়িতে দশটির অধিক অস্ত্র রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মূলত সে সকল ধরনের অপকর্ম করে। তার কুকীর্তির জন্য নিজ দল থেকেও সে বহিষ্কার হয়েছিল। বর্তমানে ওই আবু সাঈদ গা ঢাকা দিলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এব্যাপারে অভিযুক্ত আবু সাইদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এবিষয়ে রামপাল থানার ওসি সেলিম রেজা সাংবাদিকদের জানান, অপরাধী কোনো দলের নয়। সে একজন আসামি। আমরা ওই আসামিকে আটকের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST