ঢাকাMonday , 25 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রামপালে ২১০ প্রান্তিক চাষি পেল শীতকালীন প্রণোদনার বীজ-সার।

    দেশ চ্যানেল
    November 25, 2024 11:17 am
    Link Copied!

    হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

    বাগেরহাটের রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে শীতকালিন কৃষির বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় কৃষি মিলনায়তনে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার জি,এস অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার কিশোর কুমার বালা প্রমূখ।

    কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবৎসর/রবি/২৪ মৌসুমে কৃষি প্রণোদনা (খ) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২ অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর শীতকালীন সবজির বীজ এবং (গ)-২০২৪-২৫ অর্থবৎসরে অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। ভূট্টা, গম, সরিষা, পিয়াজ, সূর্যমুখী, শীতকালীন বীজ, খেসারি ফসলের বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ৩০ জন চাষিকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে সার, ১০ জন কে সরিষা ১ কেজি পেয়াজের বীজ, ১০ কেজি এমওপি ১০ কেজি করে ডিএপি সার, ৬০ জন চাষিকে ৮ কেজি করে খেসারি, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০ জন চাষিকে গম, ১০ জন চাষিকে সরিষা ও ১০০ জন চাষিকে সবজির বীজ ও সম পরিমাণ সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার জানান, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনার আওতায় সার ও বীজ প্রদান করেছে। আমরা কৃষকদের উৎসাহীত করতে এসব উপকরণ দিয়েছি, যাতে কৃষকগণ আরো বেশী উৎসাহীত হন ও বেশী ফসল ফলাতে পারেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST