ঢাকাMonday , 20 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যমকর্মীরা-নাজমুল হক সুমন।

    দেশ চ্যানেল
    January 20, 2025 4:03 pm
    Link Copied!

    পীরগাছা উপজেলা প্রতিনিধি

    পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেছেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত পীরগাছা উপজেলা গড়তে চাই। পজিটিভ সংবাদ পরিবেশন করবে রিপোর্টার্স ক্লাব। রাষ্ট্র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা জাতির বিবেক। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে আশা করছি সাংবাদিক বান্ধব একটি সংস্কার তারা তৈরি করবে।

    তিনি আরও বলেন,গণমাধ্যম কর্মীদের সম্মানজনক বেতনের আওতায় অন্তর্ভুক্ত করা দরকার বলে আমি মনে করি। গণমাধ্যম কর্মীদের সম্মানজনক বেতন অবকাঠাম করতে পারলে অনেকটা পরিবর্তন আসবে। তবে অপসংবাদিকতা দূর করে যাচাই-বাছাই করে প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন করা দরকার।

    নির্ভয়ে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। পীরগাছার জন্য আপনারা এমন একটা প্লাটফর্ম তৈরি করবেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। সত্যকে সত্য মিথ্যা কে মিথ্যা বলতে হবে এখানে কারো কোন আপত্তি থাকবে না। বস্তুনিষ্ঠ সংবাদ যারা প্রকাশ করবে তাদের পাশে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাশে থাকবে।

    নাজমুল হক সুমন আরো বলেন,সাংবাদিক সমাজে যারা সাংবাদিক পরিচয় দিয়ে খারাপ কাজ করে বেড়ায় তাদের তথ্য আপনাদেরকে তুলে ধরতে হবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন । এ বিষয়গুলো পীরগাছায় রিপোর্টার্স ক্লাব তরুণদের নিয়ে বাস্তবায়ন করা সম্ভব । তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া সঠিক তথ্যগুলো বিশ্লেষণ করে তুলে ধরবে। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা যাবে না। আমরা আশা করব আরো ভালোভাবে উপজেলা পর্যায়ে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যা গুলো লেখনীর মাধ্যমে আপনারা তুলে ধরবেন। আমরা সকলে মিলে পীরগাছা উপজেলাকে মাদকমুক্ত, বিবাহ, চুরি ছিনতাই চাঁদাবাজি মুক্ত করতে চাই।

    তরুণদের শক্তি রিপোর্টার্স ক্লাব ধারণ করে আমি বিশ্বাস করি। যে ভালো সাংবাদিকতা করবে সে কখনো ভয় পাবে না। যারা অপরাধের সাথে জড়িত থাকবে তারা কখনোই সামনে আসবে না। মানুষকে নিয়ে বিব্রতকর সাংবাদিকতা করা যাবে না।

    আজ সোমবার সন্ধায় রংপুরের পীরগাছায় প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন “পীরগাছা রিপোর্টার্স ক্লাবের”এর স্থায়ী কার্যালয়ের ফিতা কেটে

    শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এসব কথা বলেন তিনি।

    এ সময় পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব মুন্সীর সঞ্চালনায় মেডিকেল মোড়,উপজেলা পরিষদ রোড এর বিপরীতে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,পীরগাছা উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার মুকিত বিন লিয়াকত, বিএনপি’র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক তানভীর সোহেল, ও প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, সাধারণ সম্পাদক সৈয়দ আলী,উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী, গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহিন আলম সাবু,সাংগঠনিক সম্পাদক ও মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আহসান হাবীব,কোষাধক্ষ আবু সাঈদ,কার্যকরী সদস্য জমির উদ্দিন, ইমতিয়াজ সেতু, সাধারণ সদস্য আতিকুর রহমান, মোকসেদুল হক, রুবেল মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST