খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ
রাস্তার ও ড্রেনের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করায় পচাপুকুর পাড় এলাকার ২ টি বাড়ির দেয়াল ভেঙে দখলকৃত জায়গা উদ্ধার করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান পরিচালনা এ বাড়ি দুইটির প্রাচীর ভেঙে দেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
এ সময় নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ আজাহারুল হক, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর রবিউল ইসলাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।