ঢাকাFriday , 16 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে । 

    দেশ চ্যানেল
    August 16, 2024 1:08 pm
    Link Copied!

    রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি,

    বহুল অলোচিত বিতর্কিত ও মাদকাসক্ত রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতার্ (ইউএইচএন্ডএফপিও) ডাক্তার আসাদুজ্জামানের নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ এখন ওপেনসিক্রেট। তার এমন অপকর্মে অতিষ্ট রৌমারী বাসী। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে ডাক্তার আসাদুজ্জামানের বিরুদ্ধে মাসিক সভায় ডোপ টেষ্ট বিষয়ে তুমুল ঝড়। এ খবরে রৌমারী শহর টপঅপদা টাউনে পরিনত হয়েছে।

    গত ২০২১ সালের ১১ ফেব্রুয়ারী রৌমারী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকতার্ (ইউএইচএন্ডএফপিও) হিসাবে ডাক্তার আসাদুজ্জামান যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে সাধারণ নিরিহ মানুষকে হয়রানি, ক্ষমতার দুর্ব্যবহার, কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, টেন্ডার কমিশন বানিজ্য, করোনা সহায়তার অর্থ আত্মসাত, বিভিন্ন প্রশিক্ষণ ভাতা উত্তোলন পুর্বক আত্মাসাত, ভ্রোমন না করে ভ্রোমন ভাতা, পরিস্কার পরিচ্ছন্ন দেখিয়ে টাকা উত্তোলন, রোগীর টিকিট বিক্রির টাকা নয়ছয়, প্রতিদিন ১৪ জন রোগি হাসপাতালে ভূয়া ভর্তি দেখিয়ে টাকা উত্তোলন, আনুসাঙ্গিগ ভাতা নয়ছয়, সরকারি গাড়ি অপব্যবহারসহ ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিজ্ঞ মহল বলেন, তার বিরুদ্ধে বারবার সংবাদ প্রকাশ হলেও খুটির জোড়ে পার পায় তিনি।

    জানা গেছে, ড্রাইভার জাইদুল ইসলাম, ক্যাশিয়ার রাজাসহ কয়েকজন কর্মচারী মাদক সেবনকারী হিসাবে তার সঙ্গী। ফলে হাসপাতালটি মাদকের আকরায় পরিনত হয়েছে। তার বিরুদ্ধে এমন অপকর্মের চিত্র ঢাকতে হাসপাতালের ভিতরে একটি ছাফাই বাহিনি তৈরী করেছেন তিনি। এতোসব অভিযোগ উপজেলা মাসিক সভায় একাধীকবার উন্থাপিত হওয়ার পরও এ দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তা বহাল তরিয়তে থাকায় মানুষের মনে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গুঞ্জন উঠেছে এ কর্মকর্তার পেছনে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক উদ্ধোর্তন কর্মকর্তার আর্শিবাদ। তার বাড়ি একই এলকায় হওয়ায় বারবার নানা অপকর্ম অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন তিনি। এমনকি কুড়িগ্রামের সিভিল সার্জন তার বন্ধু হওয়ার সুবাদে নানা অপরাধ করেও টোলে না তিনি। নাম প্রকাশ্যে অনিচ্ছু কয়েকজন কর্মচারী বলেন, এসব বিষয়ে একাধীকবার গোপনে বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। একারণে পুর্বেরও এ উপজেলা থেকে শাস্তিমুলক বদলি করা হয়েছিল। অনেকেই বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কারনে স্বাধীন দেশে যেন পরাধীন। তার কাছে আইন বলে কিছুই নেই। তার কথাই আইন। তার ডোপ টেষ্ট করা দরকার।

    আরো জানা যায়, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা নিজেই রাতে সরকারি গাড়িটি নিয়ে নিজ বাড়িতে যান্ এবং রাজশাহী রাজপাড়া থানা এলাকায় পথি মধ্যে সড়ক দুর্ঘনার কবলে পড়েন ও গাড়িটির হলে প্রায় দুই সপ্তাহ ওই এলাকার একটি ওযার্কসপে রেখে মেরামতের পর রৌমারী নিয়ে আসেন। এদিকে গত ১ আগষ্ট হতে ৮ আগষ্ট পর্যন্ত ছুটি ছাড়াই সরকারি গাড়ি নিয়ে রাজশাহীর নিজ বাড়িতে সময় কাটান। এছাড়া তার মাদক আনা নেয়ার জন্য একজন ভাড়াটিয়া লোক একাধীকবার পুলিশের হাতে আটক হয়। টাকা দিয়ে ছাড় পায়। যে কারনে তাকে বাদ রাখা হয়েছে।

    এব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। ভর্তিকৃত রোগী দেখিয়ে টাকা উত্তোলন সম্পর্কে তিনি বলেন, সে অর্থ দিয়ে ১৪ জন কর্মচারীকে বেতন দেয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST