মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রান জলার রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের খেওয়ার চর সীমান্ত ঘেঁষা মেইন পিলার ১০৭০ আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোম্পানির ঘাট নামক স্থানে ভারতীয় অফিসার চয়েজ মদ ৩৭৫ এম এল ৩১ বতল যাহার ১বোতলের মূল্য ১৫০০ শত টাকা , গোপন সংবাদ এর ভিত্তিতে বিজিবি টহলরত সদস্যরা আটক করেন। এই ঘটনা ঘটে ১৯জুলাই শনিবার সকাল ৭:৩০ মিনিট এ সময় বিজিপির টহল সদস্য উপস্থিত ছিলেন,জেসি ও ১০৬৬৮ না: সুবে: মোঃ আব্দুর রাজ্জাক,৮০৬১২ ল্যা: না: মোঃ জাহাঙ্গীর আলম,৮২৩৯৭ জাহিদ তুষার,৮৯০৯৯ সিপাহী জহুরুল ইসলাম,৮৯৮৪০ সিপাহী মোঃ রেজাউল ইসলাম,৯৮৫৮৭ সিপাহী মোঃ ফারুক হোসেন।