ঢাকাSaturday , 13 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারী নৌ-বন্দরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।

দেশ চ্যানেল
September 13, 2025 5:15 pm
Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীর ফলুয়ার চর ব্রহ্মপুত্র নদীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৫ ( শনিবার) বিকেলে রৌমারী উপজেলায় বন্দবেড় ইউনিয়নবাসী ও ফলুয়াচর যুব সমাজের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমানের সভাপতিত্বে ফলুয়ারচর নৌ বন্দর নৌকা বাইচ প্রতিযোগিতা ১ম আসরের শুভ উদ্বোধন করেন। ও স্বাগত বক্তব্য রাখেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,২৮ কুড়িগ্রাম ৪ আসনের সাবেক এমপি রুহুল আমিন, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম মাস্টার, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, সার্বিক পৃষ্ঠপোষকতা তত্ত্বাবধানে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, এসময় আরও উপস্থিত ছিলেন ৩ নং বন্দবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজিম উদ্দিন মেম্বার, বন্দবেড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ, যাদুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, রৌমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিত বিন বকুল, রৌমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ,বন্দবেড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইব্রাহিম, যাদুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়াসহ রৌমারী উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান , জিয়াউর রহমান ,শাজাহান, , রেজাউল, হাশেম নাজমুল, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো বলেন এখানে প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এমন খেলার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এ নৌকা বাইচ প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলো হচ্ছে, মায়ের দোয়া, চাদের আলো , একতা তরী, মা বাবা দোয়াসহ মোট ৪ টি নৌকা।নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে রৌমারী উপজেলা ফলুয়ারচর নৌ বন্দর এলাকায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে ব্রহ্মপুত্র নদীর তীরে। দীর্ঘদিন পরে তাদের এলাকায় এমন খেলা দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন। তারা প্রতিবছর এরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান। কুটির স্কুল এন্ড কলেজের উত্তর-পশ্চিম দিকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ১২ / ১৫ টি দলের ১৫ টি নৌকা নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

ফলুয়ার নৌ বন্দর নৌকা বাইচ প্রতিযোগিতার ১ ম পুরস্কার ১টি মহিষ, ২য় পুরস্কার ১টি গরু, ও ৩য় পুরস্কার ১টি ফ্রিজ এবং উপস্থিত প্রতি নৌকার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST