রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্যছাতনাই গ্রামের আইয়ুব আলীর মেয়ে মুক্তি আক্তার (২৭) রৌমারীতে এসে দীর্ঘদিন থেকে কয়েকজন দালালের মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এলাকায় এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল ওই অসামাজিক কর্মকান্ড থেকে রক্ষা পেতে মক্ষীরাণিকে গ্রেফতারের দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সুদুর নীলফামারী জেলার ডিমলা উপজেলার মুক্তি রৌমারীর দালালের মাধ্যমে ওই মহিলা প্রায়ই রৌমারীতে আসে এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এছাড়াও টাকার বিনিময়ে অনেক সাধারণ ব্যক্তির নামে বিবাহের নাটক করে থানায় অভিযোগ পূর্বক দেনমোহর দাবি করে। কিছু ব্যক্তির সাথে অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে তাদের হেয় প্রতিপন্ন করা হয়। বিষয়টি নিয়ে গোটা এলাকায় একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অসামাজিক ও বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলানো এবং অসম্মানি করাকে কেন্দ্র করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে বলেন, এই মহিলা বিয়ের নাটক করে বিভিন্ন জনের নিকট থেকে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে থানায় ও বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করেন। এমন অসামাজিক কর্মকান্ড চলতে থাকলে এলাকায় মানসম্মান নিয়ে বাস করা সমস্যা হয়ে পড়বে। তাই প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবী এ অসামাজিক কর্মকান্ডে জড়িত দালাল ও অভিযুক্ত মুক্তিকে অতিসত্তর গ্রেফতার করা হোক। তা না হলে যুব সমাজের অবক্ষয় দেখা দিতে পারে।
এ বিষয়ে রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা বলেন, বিষয়টি আমি শুনেছি। পক্ষে বিপক্ষে কয়েকটি অভিযোগও পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।