ঢাকাFriday , 12 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে সহকারি পুলিশ সুপার কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 12, 2025 4:00 pm
Link Copied!

মোঃ আয়নাল হক, রৌমারী(কুড়িগ্রাম) সংবাদদাতা:

কুড়িগ্রামের রৌমারীতে সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মমিনুল ইসলামকে চাকরিজনিত বদলির কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেসক্লাব রৌমারী। অদ্য ১২ সেপ্টেম্বর (শুক্রবার) ২০২৫ বিকেল ৩টায় উপজেলা প্রেসক্লাব হাউজে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক। বিদায়ী এএসপি সার্কেল মমিনুল ইসলাম ছিলেন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা।

এসময় বক্তারা বক্তব্যে বলেন, দায়িত্বকালীন দুই বছরে এএসপি সার্কেল মমিনুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে অনন্য ভূমিকা রেখেছেন। তার কর্মস্পৃহা ও জনগণের প্রতি আন্তরিকতা রৌমারীবাসীর মনে স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী কর্মকর্তা মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “পুলিশ যতক্ষণ মানুষের বন্ধু না হবে, ততক্ষণ সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব নয়।”

নবাগত ওসি মোঃ সেলিম মালিক বলেন, তিনি রৌমারীর মানুষের সঙ্গে মিলেমিশে দুর্নীতি দমন, মাদক নির্মূল ও বাল্যবিবাহ রোদে কাজ করবেন।

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে মাদক নির্মূলসহ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার জন্য তার নতুন কর্মস্থলে সফলতা ও মঙ্গল কামনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের সার্জেন্ট আব্দুল হাইসহ উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST