লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার বিভিন্ন সরকারী খাল ও হাটবাজারে অবৈধ জমি দখলদারদের তালিকা প্রনয়নের কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে লাখাই উপজেলার বেকীটেকা ব্রিজ থেকে বামৈ তিনপুল পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের সরকারী খাল ও উপজেলার বিভিন্ন হাটবাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থায়ী ভাবে বিভিন্ন স্থাপনা তৈরী করে অবৈধভাবে দখল করে আসছেন কতিপয় প্রভাবশালী মহল।
এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
উপজেলা ভুমি অফিসের নির্দেশনা অনুযায়ী সরকারী খাল ও উপজেলার বিভিন্ন হাট বাজারে অবৈধ দখলদার কারা তাদের তালিকা প্রনয়ণ করতে সরেজমিনে মাঠে নামেন বিভিন্ন ইউনিয়নের ভুমি অফিসের তহশিলদারগণ।
এ বিষয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান জানান ভুমি অফিসের তহশিলদারগণের মাধ্যমে এখন পর্যন্ত ৩৯ জন অবৈধ দখলদার কে চিহ্নিত করেছি এবং বাকী অবৈধভাবে জমি দখলদারকে চিহ্নিত করনের কাজ চলমান রয়েছে।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে সরকারী জমি উদ্ধারের বিষয়ে কি ধরনের প্রদক্ষেপ গ্রহন করেছেন জানতে চাইলে তিনি জানান,আমরা সরকারী জমি অবৈধ দখলদারদের তালিকা করে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করার পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পরবর্তীতে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান ইতিমধ্যে সরকারী খাল ও বিভিন্ন হাটবাজারে সরকারী জমি দখলদারদের তালিকা প্রনয়নের কাজ শুরু হয়েছে, এ কার্যক্রম শেষ হলেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে তালিকা দেয়ার পর জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই উচ্ছেদ অভিযান শুরু করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।