লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ৩ পয়েন্টে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রম পরিচালনার জন্য ডিলারশীপ পেতে ৬১ জন আবেদন করেছেন। উপজেলা ওএমএস কমিটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ৬১ আবেদন কারীর মধ্যে থেকে ৩ জন কে বাছাই করে খাদ্য মন্ত্রণালয়ে নাম পাঠানো হবে বলে জানা যায়।লাখাই উপজেলার যে ৩ টি পয়েন্টে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হবে সেগুলো হল বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ বাজার।
এতথ্য আজ বুধবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা ওএমএস কমিটির সদস্য সচিবের কার্যালয় থেকে জানা যায়। এর আগে নিন্ম আয়ের মানুষ কে স্বল্প মূল্যে খাদ্য সহায়তা প্রদান ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে ৩ টি পয়েন্টে ৩ জন খাদ্য শস্যের লাইসেন্সধারী ওএমএস ডিলার হিসেবে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৭ নভেম্বর আবেদনের শেষ সময় পর্যন্ত ৩ টি ওএমএস ডিলার নিয়োগ পেতে আবেদন করেছেন ৬১ জন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই বাছাই শেষ করে আগামী সপ্তাহ থেকে আবেদন কারীদের দোকান পরিদর্শন করা হবে এবং ওএমএস ডিলার নিয়োগের শর্ত পূরণে যোগ্য ও সকল প্রক্রিয়া শেষে ওপেন লটারির মাধ্যমে ১০০ পার্সেন্ট স্বচ্ছতার ভিত্তিতে ৩ জন ডিলার কে নির্বাচিত করা হবে।