লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে অবস্থিত ধলেশ্বরী নদী সংলগ্ন কাইঞ্জা বিলের মাছ ধরাকে কেন্দ্র করে ইজারাদার পক্ষের জেলেদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ইজারাদার পক্ষের অন্তত ৫ জন আহত হয়এবং একটি বড় নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, কাইঞ্জা বিলের ইজারাদার ও তার জেলেরা ঐ সময় বিলে মাছ ধরছিলেন।
হামলায় ইজারাদার পক্ষের এনায়েত, মারফত আলী, হারুন, বাবলুসহ অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

