লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্হাপন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি কৃষক কৃষাণীদের প্রশিক্ষণের সমাপনী এবং বীজ ও চারা বিতরণ করা হয়েছে ।
২৭ অক্টোবর রোজ রবিবার লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২য় দিনের মত কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান।
২ দিন ব্যাপী কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে ১ম দিনে বীজ ও ২য় দিনে আমড়া ও পেয়ারা গাছের চারা এবং সম্মানি তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
প্রশিক্ষণার্থী জুবায়ের মিয়া জানান, লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ থেকে শাক সবজি চাষ করার জন্য এবং কৃষি বিষয়ে অনেক কিছু জেনেছি, যা শাক সবজি চাষ করার ও কৃষি কাজের ক্ষেত্রে উপকারে আসবে।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন বাড়ীর আশেপাশে যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে সেজন্য উপস্থিত প্রশিক্ষনার্থীদের বাড়ীর আশেপাশে শাক সবজী চাষ করার ও ফল গাছের চারা লাগানোর আহবান জানান।