লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার বুল্লার মেলা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৬ জুয়ারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মোঃ আবু লায়েস,মোঃ মুরাদ ওরপে রিয়াদ আহমেদ, নবীর হোসেন,মোঃ মিজান মিয়া,মোঃ উজ্জ্বল মিয়া ও বিকাশ সুত্রধর।
সূত্রে জানা যায় লাখাই উপজেলার শাহ বায়েজিদ রঃ এর বার্ষিক ঔরস উপলক্ষে এক মেলা অনুষ্ঠিত হয়।মেলা চলাকালীন সময়ে ২৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সুতাং নদীর পশ্চিম পাড় এলাকায় পুলিশের এসআই শুভ বনিক ও এএসআই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় লাখাই উপজেলার ভরপূর্নী গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু লায়েছ(৩৫), ভাদিকারা গ্রামের মৃত এনাম মিয়ার ছেলে মোঃ মুরাদ ওরপে রিয়াদ আহমেদ (১৬), সদর উপজেলার হুরগাও গ্রামের মৃত আফতাজ উদ্দিন এর ছেলে নবীর হোসেন (৪৭), ভাদিকারা গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মিজান মিয়া (২৮), সদর উপজেলার ধল গ্রামের আকবর আলীর ছেলে মোঃ উজ্জল মিয়া (২৫) ও বিশ্বপতি সুত্রধরের ছেলে বিকাশ সুত্রধর (২৫) আটক করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জুয়ারিদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া খেলার সময় ঘটনা স্থল থেকে জুয়া খেলার ৬ টি গুটি, একটি খেলার বোর্ড ও নগদ ১ হাজার ৭ শত ৬০ টাকা জব্দ করা হয়েছে এবং জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামীদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।