লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে দুই পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে। ৩ দাঙ্গাবাজ কে আটক করেছে লাখাই থানার পুলিশ।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ৫নং করাব ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২০ জন কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান,পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও ৩ দাঙ্গাবাজ কে আটক করা হয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত আছে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের মনতৈল গ্রামের ফরিদ মিয়া গং এর সঙ্গে একই গ্রামের নোয়াব আলী গংদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এর জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।