লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে একদিনেই নারী- বৃদ্ধ- শিশু সহ ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।পাগলা কুকুরের এমন আক্রমণে জনমনে আতংক দেখা দিয়েছে।
আহতরা হলেন লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ গ্রামের মৃত মাস্টার মিয়ার ছেলে নাজিল মিয়া (৫০) আব্দু নুরের ছেলে মহিনুল (৮) শম্ভু সরকারের ছেলে সাগর সরকার (২৫) কানন সরকারের স্ত্রী শেফালী সরকার (২২) মকরম চৌধুরীর ছেলে তামিম চৌধুরী (৭) হাবিবুর রহমান (৫৫) সুহেল মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১৫) মাহিনুর (৮) আফজল মিয়ার ছেলে মারজুল (৭) মমিন মিয়ার মেয়ে মরিয়ম (২) সেলিম মিয়ার ছেলে সিফাত (৪) সহ প্রায় ১৫ জন আহত হয়েছে।
আহতরা জানান শনিবার সকালে পাগলা কুকুর আমাদেরকে উপর্যুপরি ভাবে কামড়িয়ে আহত করেছে। আহতদের স্বজনরা আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আহতদের কে ছেড়ে দেয়া হয়েছে। অন্যরা ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল জানান আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসার পথে আমাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে আক্রমণ করলে অল্পের জন্য রক্ষা পেয়েছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফিন জানান কুকুরে কামড়ে আহত ১৫ জন কে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে ও কুকুরে কামড়ের জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মজুত আছে এবং এই কুকুরটাকে যদি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জলাতঙ্ক ভ্যাকসিন দিয়ে ২৪ ঘন্টা আটক রাখা যায় তাহলে পরবর্তীতে ঐ কুকুর দ্বারা আক্রমণের আর আশংকা থাকবে না।
জনসাধারণ কে সচেতন করার উদ্দেশ্যে তিনি আরও জানান কুকুরে কামড় দিলে সাথে সাথে কাপড় কাঁচা সাবান দিয়ে প্রথমে ভাল করে ধুয়ে মুছে ফেলতে হবে এবং ক্ষতস্থানে কোন ভাবেই ব্যান্ডেজ করা যাবে না।

