লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ জানুয়ারী শনিবার দুপুর ১২ ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।
সূত্রে জানা যায়, শনিবার উপজেলা পরিষদের অভ্যন্তরে অবৈধভাবে সরকারী জমি থেকে মাটি কাটার অপরাধে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের হাজী বাবু মিয়ার ছেলে সেলিম মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের আসকির মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৪(খ) ধারা মতে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের এসআই আক্তারুজ্জামান,এ এস আই আনোয়ারুল হক ও একদল পুলিশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মেহেদী ইসলাম রনি।