ঢাকাTuesday , 7 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে করাব এফসি স্পোর্টিং ক্লাব বিজয়ী

    দেশ চ্যানেল
    November 7, 2023 4:31 pm
    Link Copied!

    সুমন আহমেদ বিজয়

    লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচে টাইব্রেকারে শেখ ভানু শাহ স্পোর্টিং ক্লাব ভাদিকারা কে হারিয়ে করাব এফসি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।

    ০৭ অক্টোবর রোজ মঙ্গলবার লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লাখাই উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা মেম্বার, সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউপির চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, সাংগঠনিক রাসেল আহমেদ, লাখাই উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, যুগ্ম আহবায়ক খায়রুল হক সোহেল,যুবলীগ নেতা নূরুল আলম সোহেল,লাখাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দিন আহমেদ প্রমূখ।

    শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শেখ ভানু শাহ স্পোর্টিং ক্লাব ভাদিকারা বনাম করাব এফসি স্পোর্টিং ক্লাবের মধ্যে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায়
    টাইব্রেকার অনুষ্ঠিত হয়।

    টাইব্রেকারে করাব এফসি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

    পরে চ্যাম্পিয়ন করাব এফসি স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ও ম্যানেজারে হাতে এবং রানার্সআপ দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

    এমপি আবু জাহির বলেন শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার উদ্দোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। বর্তমান সরকার চায় তরুণ প্রজন্ম যেন খেলাধুলায় মনোনিবেশ করেন এবং উপস্থিত খেলোয়াড় সহ তরুণ প্রজন্মের সবাই কে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপকর্ম থেকে সরে আসার এবং খেলাধুলা সহ ভাল কাজে মনোনিবেশ করার আহবান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST