লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ১৩ টি গরু চুরির মামলার আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার ঢালারকান্দি গ্রামের আবু মিয়ার ছেলে আহাম্মদ মিয়া(২৫)।
লাখাই থানা সূত্রে জানা যায়, লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের মুজিবুরের ছেলে জুয়েল মিয়ার ঘোয়াল ঘর থেকে ১৩টি গরু চুরির ঘটনায় লাখাই থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের এসআই ফারুক আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গত ৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ঢালারকান্দী গ্রামে অষ্ট্রগ্রাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে আসামী কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্বজনগ্রামের মুজিবুরের ছেলে জুয়েল মিয়ার ১৩ টি গরু চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে আসামী কে গ্রেফতার করা হয়েছে এবং এর আগে ঢালারকান্দী এলাকা থেকে ৬ টি গরু উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান গ্রেফতারকৃত আসামীকে ১০ ডিসেম্বর মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।