লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামের আমতলী থেকে কবরস্থান পর্যন্ত সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। জনসাধারণ ও যান চলাচলে অনুপযোগী হয়েপড়েছে।প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। গুরুত্বপূর্ণ এ সড়ক টি যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্র ছাত্রী, অসুস্থ রোগী সহ প্রতিনিয়ত যাতায়াত কারী হাজার হাজার জনসাধারণ।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ। যেন দেখার কেউ নেই!
সরেজমিনে গিয়ে দেখা যায় যে বুল্লা বাজার থেকে সিংহগ্রামের আমতলী হইয়া সিংহগ্রামের হালালপুর কবরস্থান পর্যন্ত সড়কে যানচলাচল ও জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে সিংহগ্রামের কয়কজন ভুক্তভোগীর সাথে আলাপ কালে তারা জানান, সড়কের কার্পেটিং ও রাস্তার দুপাশ ভেঙে যাওয়ার কারণে জনসাধারণের পায়ে হেটে ও যান চলাচলে সম্পুর্ন ভাবে অনুপযোগী হয়ে পড়েছে এবং হাজার হাজার জনসাধারণ বুল্লা বাজার থেকে পণ্য বহনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে অতি গুরুত্বপূর্ণ সড়ক টি দ্রুত সংস্কারের দাবী জানান ভুক্তভোগী হাজার হাজার গ্রামবাসী।