ঢাকাWednesday , 11 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের কালীগঞ্জে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

দেশ চ্যানেল
October 11, 2023 12:24 pm
Link Copied!

রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে সাপের কামড়ে সুমি আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। সুমি আক্তার দক্ষিণ দলগ্রাম এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি চাপারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার। পরে রাতে বিছানায় থাকা বিষধর সাপ ডান হাতের বুড়ি আঙ্গুলে দংশন করে। সাথে সাথে তার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাঁড়ফুক করে। পরে তার অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।

নিহতের দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পারিনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যাথায় কাতর হয়ে গিয়েছিল। তার হাত দিয়ে নাড়তে না পাড়লে তো গাড়িতে উঠানো যায় না। সে কারনে হাসপাতালে নিতে দেরি হয়েছিল। সকালে খুব বেশি অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

দলগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন এ ঘটনার সত্যতানিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST