ঢাকাThursday , 19 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোগাং জোন ৩ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী প্রদান।

দেশ চ্যানেল
December 19, 2024 9:17 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ

দুস্থ, গরীব ও অসহায় পরিবারের আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী প্রদান করেছে পানছড়ি লোগাং জোন (৩ বিজিবি)।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় এসব অনুদান ও বিবিধ সামগ্রী প্রদান করা হয়।

লোগাং জোন (৩ বিজিবি) কতৃক দায়িত্বপূর্ণ এলাকার ০৯ জন দুস্থ, গরীব ও অসহায় পরিবারকে ০৯ বান্ডিল (প্রত্যেক পরিবারকে ০১ বান্ডিল করে) ঢেউটিন এবং সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ০৩ জন মহিলাকে সেলাই মেশিন, ০১ জন অসহায় পরিবারকে সোলার প্যানেল, ০৮ জন দুস্থ, গরীব, অসহায় ও অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান, হাসান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ০১ সেট ব্যাডমিন্টন খেলার সামগ্রী এবং দুদুকছড়া এলাকার জনসাধারণের খেলার জন্য ০১ সেট ভলিবল ও নেট প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।

উল্লেখ্য, উক্ত বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST