জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য ও ৭ মোটরসাইকেল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এর রেশ কাটতে না কাটতে ওই চক্রের আরাক সদস্য লোহাগড়া পুলিশের কাছে ধরাশায়ী।
পুলিশ সুত্রে জানাগেছে রবিবার ৪ আগষ্ট আনুমানিক বিকাল ৬ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ ও এসআই তরুন কুমার অধিকার সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে কালনা হাওয়া ভাটার ভিতরে তার বোনের বাড়ির পাশে অবস্থান কালে তাকে আটক করে লোহাগড়া থানায় আনা হয়।
ধৃত ডাকাত সদস্য নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চর করফা গ্রামের চান মিয়া সিকদারের ছেলে মোঃ রুবেল সিকদার। পুলিশ সুত্রে জানাগেছে ধৃত মোঃ রুবেল সিকদারের নামে দেশের বিভিন্ন থানায় চুরি,ডাকাতি,অপহরন সহ এক ডজন (১২) মামলা রয়েছে। সে একজন দুর্ধর্ষ ডাকাত চক্রের সদস্য।গত ২ আগষ্ট ৯ ডাকাত চক্রের সদস্যদের সংগে ঘটনা স্থলে ছিলো। পুলিশ দেখে সুযোগ বুঝে সে দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যায়। সে নিজে স্বীকার উক্তি দিয়েছে ২ আগষ্ট ডাকাতির প্রস্তুতির সময় তাদের সাথে ছিলো।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন গোপন সংবাদ পেয়ে আমি সহ এস আই আবুল কালাম আজাদ, এস আই তরুণ কুমার সহ পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি। রুবেলকে লোহাগড়া থানার মামলা নং -২ তারিখ ২/৮/২৫ গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে প্রেরন করা হবে।