জেলা প্রতিনিধি নড়াইল
উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দু্র্ণীতি বিরোধী দিবস।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ সামদানির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসগর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম প্রমুখ।