( নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় ইউএনও অনিমেষ বিশ্বাস’র সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগড়া শহরের জয়পুর পরশমনি মহাশ্বশ্মান চত্বরে পরশমণি মহাশ্বশ্মান পরিচালনা পর্ষদের সভাপতি বলদেব বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি বালা কমল কৃষ্ণের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সম্পাদক রূপক মুখার্জি, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক পীযূষ কান্তি রায়, লোহাগড়া রাধা-গোবিন্দ জিউর মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা: প্রবীর কুমার দে, সাধারণ সম্পাদক দীপক সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য ( মেম্বার) ফনিভূষন বিশ্বাস, লোহাগড়ার শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি রঘুনাথ কর ও লোহাগড়া পৌর সভার প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুলসহ প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, ‘সকলে মিলেমিশে ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি মেনে ধর্ম পালন করতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এ জন্য সকলকে আন্তরিক ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।