জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় একজন ইজিবাইক চালকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার শিকার নাঈম মোল্যা (২০) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং পেশায় ইজিবাইক চালক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ২২ জানুয়ারি সকালে ইজিবাইক নিয়ে নাঈম কাজের উদ্দেশ্যে বাইরে বের হন। এ সময় তিনি দিঘলিয়া চৌরাস্তার কাছে পৌঁছানোর পর অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথ রোধ করে। এ সময় তারা নাঈমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পরে তাকে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
এলাকাবাসী আরও জানান, পূর্ব বিরোধের জের ধরে ইজিবাইক চালক নাঈমের ওপর হামলার ঘটনা ঘটেছে।
নাঈমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, নাঈমের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।