জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় এনপিপির (ন্যাশনাল পিপলস পার্টি) লোহাগড়া পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডেরকমিটি ও ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা গেটের সামনে এনপিপির লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও এনপিপির লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি পৌর শাখার সভাপতি মোঃ রিজাউল করিম রিজু, এনপিপির পৌর শাখার সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস,এনপিপির নেতা ওসমান শেখ,আলমগীর হোসেন,আফসানা মিমি, মোঃ হাফিজুর রহমান, এনপিপি নেতা ফিরোজ আহমেদ, আবুল হোসেন চঞ্চল সহ প্রমুখ।
সভায় এনপিপির পৌর শাখার ৭ ও ৮ নং ওয়ার্ডে কমিটি ও ৭,৮ ও৯ নং ওয়ার্ডে মহিলা কমিটি গঠন করা হয়। ৭ নং ওয়ার্ডে রিজাউল করিম রিজু সভাপতি, কাজী জিয়াউর রহমান লোটাস সাধারণ সম্পাদক , ৮ নং ওয়ার্ডে মোঃ ওসমান শেখ সভাপতি, শিমুল দত্ত সাধারণ সম্পাদক ও ৭,৮,৯ ওয়ার্ড মহিলা দলের আফসানা মিমি সভাপতি ও পলিনা খাতুন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তাছাড়া আবুল হোসেন চঞ্চল ওই সভায় জাতীয় পার্টি (কাদের) থেকে পদত্যাগ করে এনপিপিতে যোগদানের ঘোষণা দেন। সভায় এনপিপি লোহাগড়া পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।