জেলা, প্রতিনিধি :নড়াইল
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (সন্ধ্যায়) লোহাগড়া এনপিপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া এনপিপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মোঃ বদিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, এনপিপি নেতা কাজী শওকত হোসেন, মোঃ বদরুল আলমসহ প্রমুখ।
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সুন্দর একটি বাংলাদেশ গড়তে সকলের অংশগ্রহণে সুষ্ঠ একটি নির্বাচন চাচ্ছে দেশের জনগণ। স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের জনগণের উপর যে অন্যায় অত্যাচার করেছে তার বিচার এদেশের মাটিতে হতেই হবে। দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যায় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। দেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচনের আহ্বান জানান তিনি।আমি সকলকে আহ্বান জানায় আপনার সকলে একসংগে কাজ করে দলকে সুসংগঠিত করবেন।