জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে লোহাগড়া উপজেলার কৃষি অফিস মিলায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আফরীন জাহান উপস্থিতে ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এক হাজার ২ শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ভাইচ চেয়ারম্যান বি এম কামাল হোসেন, বিআরডিপি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার, প্রমুখ। প্রধান অতিথি বলেন সরকার কৃষকদের জন্য কোটি কোটি টাকা ভুর্তিকি দিচ্ছে। পাশাপাশি ট্রেনিং এর ব্যাবস্থা করা হয়েছে যাতে ভালো প্রশিক্ষণ নিয়ে উচ্চ ফলন শীল ফসল উৎপাদন করবে। যদি কখনো কোন সমস্যা হয় তাহলে আপনারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করবেন।