ঢাকাFriday , 4 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবদল নেতার বাড়ি সহ ৮বাড়ি ভাংচুর ও ৭জনকে মারপিটের অভিযোগ।

দেশ চ্যানেল
April 4, 2025 12:23 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির শরসুনা গ্রামে গরু চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় প্রতিপক্ষরা মহিলা সহ অন্তত ৭ জনকে মারপিট করে ৮টি বাড়িতে ভাংচুর করেছে।

জানা যায়, গত ২৭মার্চ দুপুরে তেলিগাতি গ্রামের নবাব মৃধার একটি গরু চুরি হয়ে যায়। চুরি যাওয়া গরুটি পরে মাকড়াইলের শহিদুল ব্যাপারীর বাড়িতে পাওয়া যায়। ওই ব্যাপারী গ্রামবাসীদের জানায় তিনি শরসুনা গ্রামের ইমরুলের কাছ থেকে গরুটি কিনেছেন। পরবর্তীতে ইমরুলের বাবা ব্যাপারীকে টাকা দিয়ে গরু ফিরিয়ে এনে প্রকৃত মালিককে দেন। কিন্তু এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে লাহুড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি উজ্বল শেখ, রিয়াজ,কামাল শেক,মুস্তাক,মুস্তাইন,কাদের,রিজ্জাক, হানিফ, মফিজ,মিলনের নেতৃত্বে ৩/৪শ জনে

৩০মার্চ সকালে শরসুনা গ্রামে হামলা চালিয়ে মনির শেখ, টুনু শেখ,লিমন শেখ,ইউনুস শেখ, হিটলার শেখ, সামাদ শেখ, রুবেল, কালু শেখের বাড়িতে হামলা ও ভাংচুর করে।হামলার সময় শিশু মুরসালিন শেখ, রুমি বেগম,গোলজার শেখ,পলাশ শেখ সহ ৭ জন কে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST