লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাইয়ের হাতে টোকন মীর (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত টোকন মীরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত নবাব মীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে ফেরদৌস মীর এরদোস মীর,রিজ্জাক মীর ও তার চাচাতো ভাই টোকন মীরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াই এক পর্যায়ে ফেরদৌস মীরে রিজ্জাক মীরে এরদোস মীর ও তার ছেলেরা টোকন মীরের বাড়িতে হামলা চালায়। এতে টোকন মীরেকে কুপিয়ে জখম করে ও তার ছেলে রুবেল মীরে ও রাজু মীরে এবং তার মা আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে টোকন মীরের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় টোকন মীরে মারা যান।
এঘটনায় সেনাবাহিনীর একটি টহল দল ঘটনা স্থলে পৌছায়ছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় সাথে জড়িতদের আটকে চেষ্টা চলছে।