জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে মো: দাউদ শেখের আধা-পাঁকা বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে কমপক্ষে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চর মল্লিকপুর গ্রামের কৃষক মো: দাউদ শেখের আধা-পাঁকা বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা নগদ টাকা, কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন। ঠিক কি ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে-তা কেউই জানাতে পারে নাই।
ক্ষতিগ্রস্ত দাউদ শেখ জানিয়েছেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। এতে করে আমার আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গ্রামের অপর একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই গ্রামে দু’ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার জের ধরে কে বা কারা ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয় নাই।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে এবং এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।